কলকাতা ব্যুরো: অনেক বিতর্কের পর আর কিছুক্ষণের মধ্যেই অযোধ্যায় শিল্যান্যাস হতে চলেছে রাম মন্দিরের। কেমন দেখতে হবে রাম মন্দির? আসুন জেনে নেওয়া যাক।
মন্দিরের উচ্চতা হবে ১৬১ ফুট।
থাকবে ৩৬০ টি স্তম্ভ।
মন্দিরে থাকবে পাঁচটি মণ্ডপ এবং তিনটি চাতাল।
মূল মন্দির ঘিরে থাকবে আরো চারটি ছোট মন্দির।
মন্দিরগুলো হবে হলুদ রঙের।
নির্মাণে সময় লাগবে আনুমানিক সাড়ে তিন বছর।
মূল মন্দির গড়তে খরচ হবে প্রায় ৩০০ কোটি টাকা।
মূল কাঠামো তৈরি হবে ২ লাখ শ্রী রাম লেখা ইটে। যেগুলো আসবে রাজস্থানের বানসি থেকে।
মন্দির তৈরি হবে নাগরা শিল্পরীতিতে।
আজ ৪০ কেজি রুপোর ইটে হবে মন্দিরের শিল্যান্যাস।