কলকাতা ব্যুরো: বেইরুটে মৃতের সংখ্যা বেড়ে ৭৮ পৌঁছল। জখম চার হাজার ছুঁতে পারে। বন্দর লাগোয়া ওয়ার হাউসে রাখা এমনিয়াম নাইট্রেট এই বিস্ফোরণের অন্যতম কারণ বলে উঠে আসছে। প্রথমে বাজি বোঝাই ওয়ার হাউসে আগুন থেকে বিস্ফোরণের ইঙ্গিত ছিল।
মঙ্গলবার সন্ধের মুখে লেবাননের রাজধানীর বুকে ঘটে যাওয়া সেই বিস্ফোরণের পর এখনও ধ্বংসাবশেষ থেকে খোঁজ চলছে প্রাণের। হাসপাতালগুলিতে শুধু হাহাকার জখম ও মৃতদের আত্মীয়দের। এখনও বহু মানুষ ধংস স্তূপের নীচে চাপা পড়ে থাকতে পারে আশঙ্কায় চলছে তল্লাশি।