দেবেন অভিনেতা সোনু সুদ
কলকাতা ব্যুরো: তাঁর ৪৭ তম জন্মদিনে অভিনেতা সোনু সুদ তাঁর ‘প্রবাসী রোজগার’ নামক পোর্টালে ৩ লক্ষ শ্রমিককে কাজ দেবেন বলে ঘোষণা করেছেন। এই সমস্ত কাজে পিএফ এবং ইএসআই-র সুবিধা থাকবে বলে জানিয়েছেন সোনু। আমাজন , ট্রাইডেন্ট এর মতো কোম্পানিগুলি তাঁর সঙ্গে এ ব্যাপারে জোট বেঁধেছে বলে খবর। এর আগেও পরিযায়ী শ্রমিকদের জন্য বাসের বন্দোবস্ত করা থেকে শুরু করে তাদের খাবার বিলি করা এবং সব সময় তাদের পাশে পাওয়া গেছে বলিউডের এই অভিনেতাকে। সম্প্রতি টিভি-র এক বেসরকারি চ্যানেলের অনুষ্ঠানে এই সব শ্রমিকদের দুর্দশার কথা বলতে বলতে কেঁদে ফেলেছিলেন এই শ্রমিক দরদী অভিনেতা।