১৯৮৬-র ৩৪ বছর পর চূড়ান্ত হলো জাতীয় শিক্ষা নীতি। স্কুল ও কলেজের শিক্ষা ব্যবস্থায় তা কেমন হবে, দেখে নিন এক নজরে।
স্কুলের শিক্ষানীতি
প্রথম শ্রেনিতে পড়ার আগে ৩ বছরের প্রাক স্কুল শিক্ষা ।
থাকছে না ১০ + ২ স্কুল শিক্ষা
বদলে আসছে ৫+৩+৩+৪ ব্যবস্থা
পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষা মাতৃভাষায়। তবে বিষয় হিসাবে ইংরেজি থাকছে।
প্রথম এবং দ্বিতীয় শ্রেণী আর তার আগের তিন বছর মিলে ৫ বছর এ ভিত তৈরি।
তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি প্রস্তুতি পর্ব।
ষষ্ট থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত মাঝারি পর্বর শিক্ষা ।
নবম থেকে দ্বাদশ শ্রেণি মাধ্যমিক শিক্ষা।
অনেক বেশি ও বিভিন্ন রকম বিষয় একসঙ্গে পড়ার সুযোগ। মৌলিক চিন্তা উৎসাহ দিতে কমবে পাঠক্রম।
পরীক্ষায় মুখস্থর বদলে প্রয়োগ ও সমাধানে জোর।
তৃতীয় , পঞ্চম ও অষ্টম শ্রেণিতে বিশেষ পরীক্ষা।
কলেজের শিক্ষানীতি
স্নাতক ৩/৪ বছরে। ৪ বছরের স্নাতকের পাঠ শেষ করলে, সুযোগ সরাসরি পিএইচডি-
র।
স্নাতকোত্তর ১/২ বছরের।
এম ফিল থাকছেনা।
একবারে স্নাতক বা স্নাতকোত্তর শেষ করতে না পারলে, সেখান থেকে ভবিষ্যৎ এ আবার পড়া শুরু করে ডিগ্রি শেষ করা।
কেউ এক বা দু বছর পরে কলেজ ছেড়ে দিলেও জলে যাবে না সেটা। প্রথম বছর এ সার্টি ফিকেট , দ্বিতীয় বছর এ ডিপ্লোমা, তৃতীয় বছর এ ডিগ্রি আর চতুর্থ বছর পর্যন্ত পড়লে অনার্স দেওয়া হবে।
উচ্চশিক্ষার জন্য একটিই নিয়ন্ত্রক। মানের নিরিখে বহু কলেজকে পরিচালন স্বাধীনতা।