কলকাতা ব্যুরো: কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী হিসেবে আপাতত দায়িত্ব সামলাবেন সম্ভবত সনিয়া গান্ধিই। কংগ্রেস সূত্রে এমনই ইঙ্গিত মিলেছে। এদিন কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে দলের শীর্ষ নেতারা একযোগে তাঁকেই আপাতত ওই দায়িত্ব সামলানোর অনুরোধ জানান। যদিও সনিয়া নিজে চেয়েছিলেন, অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে তাঁকে অব্যাহতি দেওয়া হোক। গতকালও সেই ইচ্ছা ব্যক্ত করেছিলেন তিনি।
কিন্তু কংগ্রেস নেতৃত্ব মনে করছে, তাঁর নেতৃত্বই এখন প্রয়োজন। সূত্রের খবর, তবে তাঁকে দৈনন্দিন কাজে সহায়তার জন্য থাকবে একটি টিম। এদিনের বৈঠকে দলীয় ইস্যুতে একমাত্র দলের অভ্যন্তরেই আলোচনা করার নির্দেশ দিয়েছে কংগ্রেস হাইকমান্ড। এদিনের বৈঠকে এবিষয়ে কংগ্রেস নেতাদের সমালোচনা করেন রাহুল গান্ধিও। দলের প্রথম সারির ২০ জনের বেশি নেতাও যেভাবে দলকে ঢেলে সাজানোর লিখিত আবেদন জানিয়েছেন এদিন তার সময় সম্পর্কেও প্রশ্ন তোলেন রাহুল। বৈঠকে তিনি বলেন, এমন একটি সময়ে ওই চিঠিটি লেখা হয় যখন কংগ্রেস সভানেত্রী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।