কলকাতা ব্যুরো: বাড়ির দুই কাজের লোকের করোনা ধরা পরায় নিজে হোম কোয়ারান্টিনে গেলেন বিজেপি রাজ্য সভাপতি ও সাংসদ দিলীপ ঘোষ। সোমবার তাঁর করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়।
সম্প্রতি দিল্লি যাওয়া ছাড়া করোনা আবহে বিজেপি সভাপতি যথেষ্ট সতর্ক ছিলেন। দূরত্ববিধি মানা থেকে মাস্ক পরা-সবটাই নিয়ম মেনে করতেন। এমনকি ইদানিং রাজ্য অফিসে যাওয়ায় একেবারে কমিয়ে দিয়েছিলেন।
তবে দলের যাবতীয় কাজ সাড়ছিলেন বাড়ি থেকেই। দিল্লি থেকে ফিরে জেলা নিয়ে যে বৈঠক বিজেপি রাজ্য শীর্ষ নেতৃত্ব করছেন, তা-ও হচ্ছে রাজ্য সভাপতির নিউ টাউনের বাড়ি থেকেই। সেই সভাপতির এবার করোনা উপক্রমে চিন্তা বাড়িয়েছে তাঁর ঘনিষ্ঠদের।