হত তিন জওয়ান
কলকাতা ব্যুরো: ফের উত্তপ্ত মায়ানমার-মনিপুর সীমান্ত। জঙ্গি পাতা ল্যান্ড মাইন বিস্ফোরণে অসম রাইফেলসের তিন জওয়ানের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন ছ’জন জওয়ান। মণিপুরের পিপলস লিবারেশন আর্মি এই ঘটনার পিছনে রয়েছে বলে আশঙ্কা গোয়েন্দা সংস্থাগুলির। মণিপুরের চান্দেল জেলার খোঙটাল এলাকায় নজরদারি চালানোর কাজ সেরে অসম রাইফেলসের জন্য পনেরোর দলটি ফিরছিল। ঠিক সে সময় রাস্তায় পুঁতে রাখা আইইডি বিস্ফোরণ হয়। বাহিনীর জওয়ানরা দুর্ঘটনায় পরতেই আশপাশের জঙ্গল থেকে ছুটে আস্তে থাকে গুলি। জওয়ানরা পাল্টা আক্রমণ করলে গা ঢাকা দেয় দুষ্কৃতীরা। তারই মধ্যে ঘটনাস্থলে মৃত্যু হয় তিন জওয়ানের।