কলকাতা ব্যুরো : শিলিগুড়ির পুলিশ কমিশনার অথর্ব ত্রিপুরারি কোরোনা আক্রান্ত। গতরাতে তার রিপোর্ট পজিটিভ আসে। কয়েকদিন আগে কোরোনা আক্রান্ত হন এসিপি স্বপন সরকার। পুলিশ কমিশনার জানান , “আমি হোম আয়সলেশন এ আছি। কোনো উপসর্গ নেই। বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধান এ আছি।” তিনি জানান আক্রান্ত হতে পারি জেনেই কাজ করতে হচ্ছে পুলিশকে। বর্তমানে নানা পরিষেবা ও দিতে হচ্ছে
Previous Articleতিন হাজারে সংক্রমণ
Next Article হাসিন জাহানকে খুনের হুমকি
Related Posts
Add A Comment