কলকাতা ব্যুরো: একেবারে ৩ হাজার ছুঁইছুঁই সংক্রমণ। আজ রাজ্যে আক্রান্তের সংখ্যা ২৯৩৯। ফলে মোট সংক্রমণে আমরা এখন ১ লক্ষের কাছাকাছি। আজ পর্যন্ত এই সংখ্যাটা ৯৫,৫৫৪। মৃত্যুতেও আমরা ২ হাজার পার করে গিয়েছি। বাংলায় এখন মোট মৃতের সংখ্যা ২০৫৯। গত ২৪ ঘণ্টায় করোনার বলি ৫৪ জন। কলকাতায় মৃত্যু আজ রেকর্ড ছুঁয়েছে। একদিনে মৃত্যুর সংখ্যা ২১। এর আগেও এই সংখ্যক মৃত্যু হয়েছিল একদিন। উত্তর ২৪ পরগনায় আজ মৃত্যু ১৫ জন। কলকাতায় আজ আক্রান্ত ৬১৫, উত্তর ২৪ পরগনায় ৫৮৮।করোনা টেস্ট আরও বেড়েছে। আজ রাজ্যে ২৬,৩৭৫ জনের টেস্ট হয়েছে। ফলে রাজ্যে এপর্যন্ত ১১ লক্ষের বেশি টেস্ট হয়ে গেল। মোট টেস্ট হয়েছে ১১,০৫,৮৯৯ । সুস্থতার হার আজকেও ৭০ শতাংশ।
Previous Articleরাজনীতির নয়া ফিল্ম বিহারে
Next Article আক্রান্ত শিলিগুড়ির পুলিশ কমিশনার
Related Posts
Add A Comment