কলকাতা ব্যুরো: শিলিগুড়ির বেঙ্গল সাফারিতে সদ্যজাত তিন সন্তানকে নিয়ে নিশ্চিন্তে শুয়ে রয়েছে মা শীলা। আজ প্রায় সারাদিনই বাঘিনী মা সন্তানদের নিয়েই কাটায়। সদ্যজাতরাও সারাদিন মায়ের গায়ে গায়েই ছিল।
এতদিন এই সাফারিতে চারটি বাঘ ছিল। এ দিন আরও তিনটি বাঘের জন্ম হওয়ায় এই সাফারির জৌলুস বাড়লো বলে মনে করছেন এই প্রকল্পের অধিকারিকরা।