কলকাতা ব্যুরো: বুধবার সকালে ছত্তিশগড়ের সুকমায় নিরাপত্তাবাহিনী ও মাওবাদীদের মধ্যে সংঘর্ষে চার নকশালপন্থীর মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে বেশ কিছু অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও কিছু দেশি আর্মস উদ্ধার করেছে বাহিনী।
মাওবাদীদের জড়ো হওয়ার খবর আগাম পেয়ে এ দিন ভোরে সুকমার জঙ্গল লাগোয়া গ্রামে তল্লাশি শুরু করে সিআরপিএফ, রাজ্য পুলিশ ও কোবরা বাহিনী। জগরগুনটা-চিন্তনলর এলাকায় বাহিনীকে দেখেই গুলি চালাতে শুরু করে মাওবাদীরা। বাহিনী পাল্টা ফায়ার শুরু করে।