কলকাতা ব্যুরো: ইস্ট ওয়েস্ট মেট্রো রেলের সুড়ঙ্গ কাটার জন্য ২ থেকে ৪ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে শিয়ালদা উড়ালপুল। ওই উড়ালপুল (বিদ্যাপতি সেতু) বন্ধ থাকার জন্য বিকল্প ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বুধবার রাজ্যের তরফে ঘোষণা করা হয়েছে ওই ক’ দিনের জন্য বিকল্প ব্যবস্থার কথা।
জানা গিয়েছে, ওই কয় দিন ওই রুটগুলিতে বন্ধ থাকবে ট্রাম চলাচল। শহরের দক্ষিণ দিক থেকে আসা বাস/মিনিবাস যেগুলির টার্মিনাল রাজাবাজার, সেগুলি এনআরএস হাসপাতাল পর্যন্ত যাবে। একইভাবে উত্তরের দিক থেকে আসা বাস/মিনিবাস যেগুলি পূর্বে বেলেঘাটার বরফকল পর্যন্ত যায়,সেগুলি রাজাবাজার পর্যন্ত যাবে। দক্ষিণের দিক থেকে যে গাড়িগুলি শিয়ালদা স্টেশনে যাবে, সেগুলি নরমাল রুটেই যেতে পারবে। কিন্তু উত্তরের দিক থেকে যে গাড়িগুলি শিয়ালদা স্টেশনে যাবে, সেগুলিকে রাজাবাজার ক্রসিং থেকে নারকেলডাঙা মেইন রোড হয়ে ঘুরিয়ে দেওয়া হবে।
উত্তরগামী গাড়িগুলোকে এসএন ব্যানার্জি রোড থেকে ঘুরিয়ে ডোরিনা ক্রসিং, সেন্ট্রাল এভিনিউ হয়ে পাঠানো হবে। দক্ষিণগামী গাড়িগুলোকে মানিকতলা ক্রসিং, বিবেকানন্দ রোড, আমহার্স্ট স্ট্রিট হয়ে পাঠানো হবে মৌলালির দিকে। ওই কদিনের জন্য ঘুরিয়ে দেওয়া হবে পণ্যবাহী গাড়িগুলিও। কিছু রাস্তাকে সেই সময়ের জন্য করে দেওয়া হবে ওয়ান ওয়ে।