কলকাতা ব্যুরো: বিধান উপাধ্যায়ের সমর্থনে বরাবনিতে রোড শো করলেন অভিনেত্রী ও সংসদ শতাব্দী রায় l এদিন গিরমিট মোড় থেকে শতাব্দীর রোড শো শুরু হয় l শেষ হয় কাঁটা পাহাড়িতে l শতাব্দী বলেন – রাজ্যে সাম্প্রদায়িক শক্তির মাথা চড়া রোধ করতে রাজ্যে মমতাদির হাত শক্তিশালী করা বিশেষ প্রয়োজন l তাই এই পরিস্থিতিতে বরাবনিতে বিধান উপাধ্যায়কে তৃতীয় বার জয় যুক্ত করতে হবে l এদিন এই রোড শোতে উপস্থিত ছিলেন প্রার্থী বিধান উপাধ্যায় ও ব্লক সভাপতি অসিত সিং l রোড শো র অধিকাংশর মুখে মাস্ক ছিল না l