কলকাতা ব্যুরো: করোনা আতঙ্কে রাজ্য সরকার সব সরকারি স্কুলে কাল থেকে ছুটি ঘোষণা করল। যদিও নির্বাচন কমিশন বন্ধ করতে পারল না ভোটের প্রচার।
এরইমধ্যে কংগ্রেসের রাহুল গান্ধীর পর মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রচার কিছুটা সংক্ষিপ্ত করার কথা ঘোষণা করেছেন। যদিও সোমবার সকালে উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় তিনি সভা করেন। বহু মানুষের ভিড় হয় সেখানে। মমতা অবশ্য তার বক্তব্যের মধ্যে বারেবারেই বলেছেন, তিনি সভা দীর্ঘায়িত করবেন না। একইসঙ্গে ভোট প্রচার সভায় করোনা নিয়ে মমতা তোপ দেগেছেন প্রধানমন্ত্রীকে। গত ছয় মাসে কেন্দ্র করোনা কমাতে প্রয়োজনীয় ওষুধ রাজ্যকে সরবরাহ করে নি বলে এরিন জনসভায় অভিযোগ করেন মমতা।
এরইমধ্যে এদিন সকালে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, করোনা ক্রমশ বাড়তে থাকায় সব স্কুলের ছুটি এগিয়ে আনা হলো। মঙ্গলবার থেকে রাজ্যের স্কুলগুলিতে গরমের ছুটি থাকবে। এই সময়ের মধ্যে শিক্ষক-শিক্ষিকাদের স্কুলে যেতে হবে না। তবে কবে ছুটি শেষ হবে তা স্পষ্ট করে কিছু বলেননি শিক্ষা মন্ত্রী। ফলে করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে যে স্কুল খুলছে না তার ইঙ্গিত পাওয়া গিয়েছে।
এদিনই রাজ্যের শিক্ষা দপ্তরের সঙ্গে দফায় দফায় বৈঠক হয় নবান্নের। রাজ্যের মুখ্যসচিব বেলা দুটোর সময় নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করবেন। সেখানে করোনা নিয়ে রাজ্যের একপ্রস্থ বক্তব্য জানানো হবে বলে মনে করা হচ্ছে।
করোনা বাড়তে থাকায় পুরমন্ত্রী ফিরহাদ হাকিম এদিন প্রশাসনিক কর্তাদের নিয়ে বৈঠকে বসেন। টাস্কফোর্স গঠনের ব্যাপারে সেখানে এখনো আলোচনা চলছে।