কলকাতা ব্যুরো: কর্পোরেট শক্তির কাছে মাথানত করেননি। কিন্তু ক্যান্সার তাঁকে হারিয়ে দিল। চলে গেলেন ইলিনা সেন। হঠাৎ নাম বললে বাঙালি তাঁকে নাও চিনতে পারে। তিনি ছত্তিসগড়ের পিছিয়ে পরা মানুষের অধিকার আন্দোলনের অগ্রণী সৈনিক তথা বিশিষ্ট চিকিৎসক বিনায়ক সেনের স্ত্রী।
তবে বিনায়ক সেনের স্ত্রী, এটাই তাঁর পরিচয় নয়। ইলিনা সেন ছত্তিসগড়ের খনি শ্রমিকের ট্রেড ইউনিয়নের নেত্রী। খনির কর্পোরাইজেশনের বিরুদ্ধে দূর্বার লড়াইয়ের জন্য পরিচিত ইলিনা। অধিকার আন্দোলনেও তিনি অগ্রণী যোদ্ধা। স্বামীর সঙ্গে মিলে রূপান্তর নামে যে স্বেচ্ছাসেবী সংগঠন গড়ে তুলেছিলেন, সেই সংগঠনটি জনস্বাস্থ্য রক্ষায় ছত্তিসগড়ে ভালো অবদান রেখেছে। রবিবার ৬৯ বছর বয়সে মৃত্যু হয় তাঁর।
Add A Comment