Mainak Sharma
(portfolio manager and analysts, Anand Rathi share and stock brokers limited)
Contact 8759689108
গত সপ্তাহের শেষ ও এই সপ্তাহের শুরুতেই যে গতিতে নিচের দিকে এসেছে বাজার সেই তুলনায় আজ শিথিল ভাবেই দিনের শেষ করে বাজার। বিশ্ব বাজার সামান্য দুর্বল হলেও আজ গ্যাপ আপ দিয়ে শুরু করে বাজার পরে আবার সেই নিচের দিকেই আসতে শুরু করে সূচক নিফটি। কিন্তু যেটা ভালো খবর সেই ১৭০০০ র মানসিক সমর্থন এলাকাকে ধরে রাখতে সক্ষম নিফটি। দিনের শেষে কালকের তুলনায় ৮.৯০ পয়েন্ট কম হয়ে এখন ১৭০০৭ তে বাণিজ্য বন্ধ করে সূচক।
বাজার শুরুর আগেই ৫১০১ কোটির শেয়ার বিক্রি করে বিদেশী বিনিয়োগ একই সাথে ৩৫৩২ কোটির ডিসকাউন্ট শেয়ারে বিনিয়োগ করে দেশীয় বিনিয়োগ সংস্থা গুলি। শুরুতে গ্যাপ আপ পরে দিনের সব থেকে কম ১৬৯৫০ কে ছুঁয়ে নিজের ফেলে আশা জুলাই মাসের ২৯ তারিখের গ্যাপ কেও পূরণ করে নিফটি। তবে আজ খুবই দুর্বল ছিল ব্যাঙ্কিং ও ফিনান্সিয়াল সার্ভিসেস , অটো ও মেটাল শেয়ার গুলি। নিফটি মিডক্যাপ ১০০ এবং স্মলক্যাপ ১০০ সূচকগুলি আগের দুটি সেশনে একটি তীক্ষ্ণ সংশোধনের পরে প্রায় ০ .২ শতাংশ বেড়েছে।
নিফটিকে বিশ্লেষণ করলে ১০০ পয়েন্টার গ্যাপ আপ ১৭১১১ পয়েন্ট দিয়ে শুরু আজ, পরে ১৭ ,১৭৬ পর্যন্ত উঠেছিল কিন্তু সেই লাভ ধরে রাখতে ব্যর্থ হয়েছে। সূচকটি ১৬ ,৯৫০ স্তরে সমর্থন নিয়েছে এবংগত কালের তুলনায় ৯ পয়েন্ট হ্রাস পেয়ে ১৭ ,০০৭ এ বন্ধ হয়েছে। বাজারে বিয়ারিশ সেন্টিমেন্ট এখনও অটুট রয়েছে এবং সূচকটি ২০০ দিনের SMA (সাধারণ মুভিং এভারেজ) বা ১৬ ,৯৪০ -এর উপরে ট্রেড করতে সফল হলে একটি নতুন পুলব্যাক সমাবেশ সম্ভব। এর উপরে, সূচকটি ১৭ ,১৫০ ও ১৭ ,২০০ এর প্রতিরোধ এলাকার দিকে যেতে পারে। এই এলাকায় ধরে রাখতে না পারলে নিচে নামতে পারে ১৬ ,৮৫০ -১৬ ,৮০০। অন্য দিকে বেড়েই চলেছে অস্থিরতা , ইন্ডিয়া ভিক্স আজ ১.৪৮ শতাংশ বেড়ে ২১.৫৭।
বিগ ব্যাঙ্কিং দৈত্ত এক্সিস , আইসি আই সি আই ও এইচ ডি এফ সি নেতিবাচক ছিল। সামান্য উপরে ব্যবসা করে এস বি আই। তাই ব্যাঙ্ক নিফটি আজ গ্যাপ আপ দিয়ে ৩৮ ,৮১১ তে শুরু করে পরে যদিও ৩৯ ,০০০ এলেও দ্বিতীয়ার্ধে নেমে আসে ও দিনের সব থেকে কম ৩৮৩০০ কে ছুঁয়ে বন্ধ হয় ৩৮৩৫৯ র ঘরে।
তবে অতিরিক্ত বিক্রির এলাকাতে থাকলেও এই সপ্তাহে খুব আশা নেই পুল ব্যাকের , কারণ সামনেই রয়েছে আর বি আইয়ের মনিটরিংয়ে বৈঠক , যাতে বাড়তে পারে রেপ রেট। এছাড়াও আবারো বছর শেষে বাড়তে পারে মার্কিন ফেডের সুদের হার।