কলকাতা ব্যুরো: মুম্বাইয়ে অস্বাভাবিক মৃত্যু অভিনেতার। অভিযুক্ত সুশান্ত সিং রাজপুতের ঘনিষ্ঠ বান্ধব রেহা চক্রবর্তী। সুশান্তের ব্যাংক একাউন্ট থেকে ১৫ কোটি টাকা সরিয়ে নেওয়ার অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি সমন পাঠায় রেহাকে। কিন্তু সুপ্রিম কোর্টে তাঁর মামলা চলার যুক্তিতে আপাতত জেরা স্থগিত করার আবেদন জানিয়েছেন তিনি যদিও ইডি আবেদন মানতে চায়নি।
এরইমধ্যে এ দিন সকালে বিহার পুলিশের এসপি বিনয় তেওয়ারিকে কোয়ারিনটিন থেকে ছেড়ে দেয় মুম্বাই পুরসভা। বৃহস্পতিবারই বিহার পুলিশের ডিজি গুপ্তেশ্বর পাণ্ডে এসপিকে ছাড়াতে আইনি পদক্ষেপ করার হুঁশিয়ারি দিয়েছিলেন মুম্বাই পুরসভাকে। তারপরেই এদিন তাঁকে ছেড়ে দেওয়া হয়।
সুশান্ত সিং রাজপুতের বাবা ছেলের মৃত্যুতে রেহা চক্রবর্তী সহ কয়েকজনের বিরুদ্ধে বিহারে অভিযোগের পর গুজরাট ক্যাডারের আইপিএসদের নেতৃত্বে সিবিআই তদন্তে অনুমতি মোদি সরকারের। আর তদন্তে নেমেই সুশান্ত সিং রাজপুতের বান্ধবী রেহা চক্রবর্তী তাঁর ভাই সহ ছ’জনের বিরুদ্ধে এফআইআর করলো সিবিআই।
সিবিআই স্পেশাল টিমকে এই মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।