কলকাতা ব্যুরো : রিজার্ভ ব্যাঙ্ক অফ ইণ্ডিয়া চেক পেমেন্ট, অনলাইন পেমেন্ট ও গোল্ড লোনের মত একাধিক নিয়মে বদল আনলো।
কোরোনা মহামারীতে গ্রাহকদের কথা মাথায় রেখে এই বদলের সিদ্ধান্ত নিল আরবিআই। গোল্ড বা গোল্ড জুয়েলারীর ওপর লোন ভ্যালু বাড়ানো হযেছে। আগে সোনার ওপর ৭৫ শতাংশ লোন নেওয়া যেত। এখন তা বাড়িয়ে করা হলো ৯০ শতাংশ। তবে এবার থেকে যে ব্যাঙ্ক বা নন ব্যাংকিং ফাইন্যান্স সংস্থায় গোল্ড লোনের জন্য আবেদন করবেন তারা সোনার গুণমান নির্ধারিত করে তার ওপর লোনের টাকা দেবে।
চেক পেমেন্ট এর ক্ষেত্রে পজিটিভ পে সিস্টেম চালু করা হয়েছে। নতুন সিস্টেমে পঞ্চাশ হাজার টাকার বেশি চেক এর ক্ষেত্রে নতুন সিস্টেম লাগু হবে। চেক ইস্যু করার সময় গ্রাহককে চেক নম্বর, কত টাকার চেক এবং চেকের দু দিকের ফটো সহ একাধিক তথ্য গ্রাহক কে জানতে হবে। যে ব্যক্তি বা সংস্থাকে চেক দেওয়া হবে তারা টাকা তুলতে এলে সেই সব তথ্য ব্যাঙ্ক এর তরফ থেকে খতিয়ে দেখা হবে।
এদিকে ইন্টারনেট ছাড়া যাতে কার্ড বা মোবাইল এর মাধ্যমে ডিজিটাল পেমেন্ট করা যায় এই রকম এক প্রজেক্ট কে অনুমোদন দেবার ঘোষণা করেছে আরবিআই। ডিজিটাল পেমেন্ট ফেল হলে অনলাইন ডিসপিউটে রেগুলেশন সিস্টেম সেটির সমাধান করবে।