কলকাতা ব্যুরো: শনিবারের লকডাউনে শহর তুলনায় ফাঁকা থাকলেও নিয়ম ভাঙার লোকও কম ছিল না। যদিও শনিবারের ছুটি আর সঙ্গে মাঝে মাঝে বৃষ্টিতে ফাঁকাই ছিল রাস্তাঘাট। তবে বাইক বা চার চাকা চড়ে লকডাউন দেখতে যাওয়ার প্রবণতা পিছু ছাড়ছে না সংক্রমণের দ্রুত গতির মধ্যেও।
এ দিন কলকাতা পুলিশ দুপুর পর্যন্ত বিধি না মানায় ৩০৬ টি ঘটনা নথিভুক্ত করেছে। ৯ টি গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ২৪২ জনকে মাস্ক না পড়া ও ১১ জনকে প্রকাশ্যে থুথু ফেলার অভিযোগে জরিমানা করা হয়েছে। আবার বিধাননগরে এই সময়ের মধ্যে ৩২ টি অভিযোগ জমা পড়েছে। আটটি গাড়ির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়েছে বিধাননগর সিটি পুলিশ।