কলকাতা ব্যুরো: তিনি কবি। তিনি আবৃত্তিকার। তিনি গায়কও। যদিও এ সবের বাইরে তাঁর পরিচিতি, তিনি তৃণমূল বিধায়ক। আবার রাজ্যের বর্তমান বনমন্ত্রী। রাজীব বন্দ্যোপাধ্যায়।
নিজের প্রশাসনিক কাজ বাদ দিলে তিনি সংস্কৃতি চর্চায় থাকেন। আর যে কোনো বিশেষ দিন সামনে এলেই তিনি লিখে ফেলেন কবিতা বা গান। নিজেই গাওয়া বা আবৃত্তি করা। তার পর তা ছড়িয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।
তিনি অন্যের লেখাতেও গলা দেন। এই যেমন স্বাধীনতা দিবস উপলক্ষে গান রেকর্ড করে ফেলেছেন রাজীব। যথারীতি তা আপলোড হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
Previous Articleনত মাথা, গেহলটের দরজায় পাইলট
Next Article মধুরেন সমাপয়েত রাজস্থানে
Related Posts
Add A Comment