কলকাতা ব্যুরো: বিদ্রোহে ইতি পড়েছিল আগেই।
শচিন পাইলট আজ আক্ষরিক অর্থে অশোক গেহলটের দুয়ারে।
নিজের সরকারি বাসভবনে রাজস্থানের কংগ্রেস বিধায়কদের বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী গেহলট।
জয়পুরে মুখ্যমন্ত্রীর বাংলোয় কিছুক্ষণ আগে বৈঠকটি শুরু হয়েছে।
নিজের অনুগত বিধায়কদের নিয়ে বৈঠকে হাজির হয়েছেন শচিন পাইলট।
কংগ্রেস হাইকম্যান্ডের নির্দেশে শুভ ইচ্ছা প্রদর্শনে তাঁর অনুগত দুই বিধায়কের সাসপেনশন প্রত্যাহার করা হয়েছে ঠিকই।
কিন্তু ফিরে আসেনি শচিনের খোওয়া যাওয়া উপ মুখ্যমন্ত্রী এবং প্রদেশ কংগ্রেস সভাপতির পদ।
সকলের নজর এখন গেহলটের বাংলোর দিকে।
দেখা যাক, সব ভালো যার, সব ভালো তার হয় নাকি!
Previous Articleপাড়ার দোকানে নয়, ভ্যাকসিন এলে মিলবে সরকারের কাছেই
Next Article স্বাধীনতায় রাজীব
Related Posts
Add A Comment