কলকাতা ব্যুরো: জোড়া নিম্নচাপের ভ্রুকুটিতে টানা এক সপ্তাহ ভারী বৃষ্টির হতে চলেছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। এমনই পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। আর তার জেরে জল বাড়বে নদীগুলোতে। জলে ভাসতে পারে কলকাতা সহ শহরতালির শহরগুলো। এ বিষয়ে ইতিমধ্যেই কমলা সতর্কতা জারি করা হয়েছে।
আবহাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, উত্তর বঙ্গোপসাগরে বুধবার সকালেই তৈরি হয়েছে প্রথম নিম্নচাপটি। যা ইতিমধ্যেই স্পষ্ট ও জোরালো হয়েছে। সেটি ক্রমশ পশ্চিম দিকে এগোবে। আগামী ২৪ ঘন্টায় সেটি ডিপ্রেশনে পরিণত হতে চলেছে। দ্বিতীয় নিম্নচাপটি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় তৈরি হতে চলেছে ২৩ আগস্ট নাগাদ। যার প্রভাবে ২৫ আগস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।