কলকাতা ব্যুরো: প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। দিল্লির রিসার্চ অ্যান্ড রেফারেল আর্মি হাসপাতালের মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে, প্রাক্তন রাষ্ট্রপতির শরীরে সংক্রমণ ছড়াচ্ছে। ৯ দিন ধরে তিনি ওই হাসপাতালে ভেন্টিলেশনে আছেন। কিন্তু অবস্থার উন্নতি হওয়ার কোন লক্ষ্মণ এখনও দেখা যাচ্ছে না।
১০ অগস্ট মস্তিষ্কে অস্ত্রোপচারের পর থেকে অচেতন অবস্থায় রয়েছেন।