কলকাতা ব্যুরো : আজ বাংলায় প্রায় সব বিজেপি নেতাই নিজের বাড়িতে রাম পুজো সারলেন। বাড়িতে রাম পূজো সেরে বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, “একটু অপেক্ষা করুন। আর সাত-আট মাসের মধ্যেই রামরাজ্য প্রতিষ্ঠা হবে বাংলায়।”
এদিকে কলকাতার কুমারটুলির জোড়া শিব মন্দিরে বিশেষ রাম পূজা করেন রাম ভক্তরা। কোনও সামাজিক দুরত্ব নেই, অনেকের মুখে কোনো মাস্কও নেই। জিজ্ঞেস করলে বলে ওঠেন, রাম একটা আবেগ , সে জন্য ও সব ভুলে আজ রাম পূজা করছেন তারা। এছাড়া রাম পূজা হয় কলকাতার সিআর এভিনিউর রাম মন্দির ও দমদম পার্ক-এ।
রাম পূজার আসরে নেমে পড়েছেন তৃণমূলের কিছু নেতাও। হিন্দু ভোট ব্যাঙ্ক হাতছাড়া হোক চাইছেন না তারাও। পুরুলিয়া ও নন্দীগ্রামের তৃণমূল নেতারা রাম বন্দনা করেছেন আজ। নন্দীগ্রামে শোভাযাত্রাও বের হয়। যদিও তৃণমূল নেতাদের বক্তব্য, এই পুজো পার্টির পক্ষ থেকে নয়, নিজেদের উদ্যোগে রামচন্দ্রের প্রতি ভক্তি প্রদর্শন মাত্র।