কলকাতা ব্যুরো : ফুসফুসে ক্যান্সার ধরা পড়ার পর সঞ্জয় দত্ত ঠিক করেছিলেন ইউ এস যাবেন চিতকিৎসা করাতে। কিন্তু পরে জানা যায় তার কাছে মার্কিন ভিসা নেই। তিনি মুম্বাই বিষ্ফোরণে দোষী ও সাজাপ্রাপ্তদের তালিকায় আছেন। চেষ্টা করা হচ্ছে চিকিৎসা জনিত কারণে তিনি যাতে মার্কিন ভিসা পেতে পারেন। কিন্তু আমেরিকার আইন কঠোর। তার পরিবার বা স্ত্রী মান্যতা এ ব্যাপারে কিছু না বললেও জানা গেছে যদি একান্তই মার্কিন মুলুকে চিকিৎসা না হয় তবে মুন্নাভাই সিঙ্গাপুরে চিকিৎসার জন্য যেতে পারেন।
এদিকে তার ক্যান্সারের খবর পাওয়া মাত্র স্ত্রী মান্যতা তার দুই মেয়েকে নিয়ে দুবাই থেকে মুম্বাই ফিরে এসেছেন। তাদের ব্যাপারটি খুবই ভাবাচ্ছে। সঞ্জয়ের মা নার্গিস দত্ত এবং প্রথম স্ত্রী রিচা ক্যান্সার এই মারা যান।