কলকাতা ব্যুরো: রবিবার রাজ্যের দুটি ওয়ার্ডের উপনির্বাচন৷ বনগাঁর ১৪ নম্বর এবং আসানসোলের ৬ নম্বর ওয়ার্ডে সকাল থেকেই চলছে ভোটদান প্রক্রিয়া ৷ তবে ছুটির দিন হওয়ায় ভোটারদের মধ্যে ভোটদানে বেশ উৎসাহ লক্ষ্য করা গিয়েছে৷ আসানসোলে বুথের বাইরে মানুষের লম্বা লাইন চোখে পড়েছে৷
অন্যদিকে বনগাঁয় বিজেপির বিরুদ্ধে বাইরের লোক দিয়ে ভোট লুঠ করার অভিযোগ তুলছে তৃণমূল৷ এ নিয়ে বুথের বাইরে সাময়িক ঝামেলাও হয়৷ তবে মোটের উপর নির্বিঘ্নেই চলছে ভোটগ্রহণ৷
বনগাঁর ১৪ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী হয়েছেন পাপাই রাহা৷ তাঁর অভিযোগ, ভোটের দিন বাইরে থেকে লোক নিয়ে এসেছে স্থানীয় বিজেপি বিধায়ক৷ যাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে সেই বিজেপি বিধায়ক অশোক কীর্তন বলেন, আমি ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা৷ আমি আসতেই পারি৷ ভোটকেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে থাকা নির্বাচনী অফিসার জানিয়েছেন, পরিচয়পত্র দেখে কেবল ভোটারদের ভিতরে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে৷ বাকিদের বুথ এলাকা থেকে সরিয়ে দেওয়া হয়৷
অন্যদিকে আসানসোলের ৬ নম্বর ওয়ার্ডে নির্বিঘ্নেই চলছে ভোটগ্রহণ৷ সকাল সকাল ভোট দিতে হাজির ভোটাররা৷ তবে বেড়ালা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ১৫৩ নম্বর বুথে ইভিএম খারাপ হয়ে পড়ায় কিছুক্ষণ ভোটগ্রহণ ব্যাহত হয়৷ নতুন ইভিএম এনে আবার ভোটগ্রহণ শুরু করা হয়৷