কলকাতা ব্যুরো: ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু হলো ৩ জনের৷ রবিবার ভোর রাতে দুর্ঘটনাটি ঘটে বুদবুদ বাইপাসের দু’নম্বর জাতীয় সড়কে৷ এদিন দুমড়ে-মুচড়ে যাওয়া একটি চার চাকা গাড়ি থেকে উদ্ধার হয় তিনজনের মৃতদেহ৷ দেহগুলি ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে৷
জানা গিয়েছে, রবিবার ভোররাতে একটি চার চাকা গাড়িতে কলকাতা থেকে দুর্গাপুর যাচ্ছিল ওই ৩ জন৷ বুদবুদ বাইপাসে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে৷
স্থানীয়রা জানিয়েছেন, নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি অন্য একটি গাড়িকে ধাক্কা মারে৷ ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ৷ মৃতদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিস। শুরু হয়েছে তদন্ত।