কলকাতা পুলিশের এক কনস্টেবল এর
কলকাতা ব্যুরো : করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল কলকাতা পুলিশ এর এক কনস্টেবল এর। কোভিদ ১৯ এ আক্রান্ত হয়ে বেশ কয়েক দিন একটি বেসরকারি হাসপাতাল এ ভর্তি ছিলেন তিনি। এই কথা জানান কলকাতা পুলিশ এর এক উচ্চপদস্থ কর্মচারী । হেস্টিংস থানার কনস্টেবল কৃষ্ণকান্ত বর্মণের সপ্তাহখানেক আগে করোনা ভাইরাস ধরা পড়ে। শুক্রবার সন্ধ্যায় তার মৃত্যু হয়। জানা গেছে তার পরিবার কভিদ ১৯ যোদ্ধাদের জন্য যে স্বাস্থ্য বীমা করেছে তার অধীনে ১০ লক্ষ টাকা পাবে। এখনও পর্যন্ত কলকাতা পুলিশের ৩ জন কর্মীর করোনা এ মৃত্যু হলো