কলকাতা ব্যুরো: ট্যাক্স দিন, পেনাল্টি নয়। অটো, ট্যাক্সি, ট্রাক সহ অন্য বানিজ্যিক গাড়ির ট্যাক্স বাকি থাকলেও তার পেনাল্টি দিতে হবে না।করোনা পরিস্থিতির কারনে তা মকুব করলো সরকার। নির্দিষ্ট সময়ে ট্যাক্স জমা না করলে তা বকেয়া থাকলে জমা দিতে গেলে গাড়ির মালিককে জরিমানা বা পেনাল্টি দিতে হয়।
কিন্তু পরিবহন দফতরের নির্দেশিকায় বলা হয়েছে ৩০ সেপ্টেম্বরের মধ্যে বকেয়া কর দিলে অতিরিক্ত কিছু লাগবে না। তবে এই তালিকায় বেসরকারি বাস পড়ছে না। তাদের জন্য পরবর্তীতে আলাদা বিজ্ঞপ্তি জারি হওয়ার সম্ভাবনা। পরিবহন দফতরের নির্দেশিকায় পরিষ্কার বলা হয়েছে, যে কোনো রকমের কন্ট্রাক্ট ক্যারেজ এই পেনাল্টি ছাড়ের আওতায় রয়েছে। আর আছে বেসরকারি এসি বাস। যা স্টেজ ক্যারেজের আওতায় আছে।