কলকাতা ব্যুরো: উপসর্গবিহীন করোনা আক্রান্ত চিহ্নিত করতে শহরের বাজারগুলির ব্যবসায়ী, দোকানদার থেকে বাস চালক কন্ডাক্টর, ট্যাক্সি, অটো চালক থেকে রিক্সা চালকদের নমুনা পরীক্ষার সিদ্ধান্ত নিলো কলকাতা পুরসভা। পুর প্রশাসক বোর্ডের চেয়ারম্যান ফিরহাদ হাকিম বলেছেন, ইতিমধ্যেই বাজার সমিতিগুলির কাছ থেকে ব্যবসায়ীদের নামের তালিকা চাওয়া হয়েছে। মঙ্গলবার থেকেই বাজারগুলির আশপাশে শিবির করে ব্যবসায়ীদের লালা রসের নমুনা সংগ্রহের কাজ শুরু হবে। তিনি জানিয়েছেন, শহরের বড় বাজারগুলিতে নিয়মিত মানুষের ভিড় হয়, এর পাশাপাশি নাগরিকরা গন্তব্যে পৌঁছতে বাস, ট্যাক্সি, অটোর মত গণ পরিবহন নিয়মিত ব্যবহার করেন। তাই এগুলি থেকে সংক্রমণ ছড়াচ্ছে কিনা তা খতিয়ে দেখতে পুরসভা এই সিদ্ধান্ত নিয়েছে।
গণপরিবহনের সঙ্গে যুক্ত, যাঁরা প্রতিদিন কাজের জন্য বেরোতে বাধ্য হচ্ছেন, তাঁদের নজর রাখতে পারলে সংক্রমণ নিয়ন্ত্রণ কিছুটা হলেও সম্ভব বলে জানাচ্ছেন চিকিৎসকরা। একইভাবে ব্যবসায়ীদেরও কাজের সুবাদে রোজ বেরোতে হচ্ছে। তাই বাজারগুলোতে নজর দেওয়ার জন্য সংগঠনগুলি আবেদন করছিল বলে পুরসভা সূত্রে খবর।