কলকাতা ব্যুরো: তৃতীয় ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ম্যাচে চালকের আসনে ছিল ইংল্যান্ড। ইংল্যান্ড প্রথম ইনিংসে ৩৬৯ রানে শেষ করে, ওয়েস্ট ইন্ডিজ ব্যাট করতে নেমে বর্ড এর গতির সামনে প্রায় কেউই দাঁড়াতে পারেনি। ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস শেষ হয় ১৯৭ রানে।
দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড ব্রানস্-শিবলে-রুট এর ঝোড়ো ব্যাটিংয়ে ২ উইকেটে ২২৬ রান করে ডিক্লেয়ার দেয়। দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ব্যাট করতে নেমে ১০ রানে ২ উইকেট হারিয়ে তৃতীয় দিনের খেলা শেষ হয়।
চতুর্থ দিনে ইংল্যান্ড – ওয়েস্ট ইন্ডিজ কেউই খেলতে পারেনি, আসল খেলাটি খেলেছিল বৃষ্টি। বৃষ্টির কৃপায় ম্যাচের টার্ন কোন দিকে যায় সেটাই দেখার ছিল, ইংল্যান্ড-এর সিরিজ জয়, না অমীমাংসিত। আজ দুই দলেরই নিজেদের জাত দেখানোর দিন ছিল। ইংল্যান্ডের দ্রুত উইকেট তোলা অথবা ওয়েস্ট ইন্ডিজ এর পিচ কামড়ে উইকেটে দাঁড়িয়ে থাকা।
কিন্তু ব্রড -ওকস্ এর গতির কাছে ওয়েস্ট ইন্ডিজ নতিস্বীকার করেছে মাত্র ১২৯ রানে। ফল করোনা পরবর্তী প্রথম আন্তর্জাতিক টেস্ট সিরিজ জয়।
স্টুয়ার্ট ব্রড ম্যাচের সেরা হয় ও যৌথভাবে রস্টন চেস – ব্রড কে সিরিজ সেরা বেছে নেওয়া হয়।