কলকাতা ব্যুরো: তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের বাবা করোনা আক্রান্ত। তিনি একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। রবিবার তাঁকে ভর্তি করা হয়েছে। শারীরিক পরিস্থিতি স্থিতিশীল বলে জানিয়েছেন শতাব্দী।
এর আগে তৃণমূলের আরেক অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহানের বাবাও করোনা আক্রান্ত হন। তাঁকেও হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে তিনি সুস্থ হয়ে বাড়ি ফেরেন।