কলকাতা ব্যুরো: করোনা মুক্ত হওয়ার পর ফের সংক্রামিত হওয়ার নজির বাংলায়। এর আগে জলপাইগুড়িতে এরকম ঘটনায় স্বাস্থ্য দপ্তরে উদ্বেগ ছড়িয়েছিল। এবার একই রকম ঘটনার খবর পাওয়া গেল হুগলির ধনেখালি থেকে। ওই বৃদ্ধ কিছুদিন আগে সেরিব্রাল অ্যাটাক ও কিডনির সমস্যা নিয়ে চার্ণক হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তখন পরপর দুবার তাঁর করোনা রিপোর্ট নেগেটিভ আসে। তৃতীয়বার পজিটিভ এলে তাঁর করোনা চিকিৎসা হয়। সুস্থ হয়ে বাড়িও ফেরেন ওই বৃদ্ধ। কিন্তু আবার আচমকা অসুস্থ হয়ে পড়লে তাঁকে ভর্তি করা হয় মানিকতলার ইএসআই হাসপাতালে। লালারসের নমুনা পাঠানো হয় নাইসেডে। বৃহস্পতিবার পাওয়া রিপোর্টে জানা যায়, তিনি করোনা পজিটিভ। ফলে একবার করোনা হয়ে গেলেই যাঁরা নিশ্চিন্ত ভাবছিলেন, তাঁদের জন্য দুশ্চিন্তা বাড়লো এই ঘটনায়।