কলকাতা ব্যুরো: করোনা আক্রান্ত দুই নিরাপত্তাকর্মীর মৃত্যু হল শুক্রবার। কলকাতা পুলিশের এএসআই টাউন তপন কুমার চন্দ্র এ দিন মারা যান বাঙ্গুর হাসপাতালে। তাঁকে নিয়ে কলকাতা পুলিশের সাত জন কর্মী করোনায় মারা গেলেন। চিৎপুর থানায় কর্মরত থাকা তপন বাবু অসুস্থ হয়ে পড়ায় তাকে ২৪ জুলাই ওই হাসপাতালে ভর্তি করা হলে করোনা ধরা পরে। এদিন তিনি মারা যান।
আবার এ দিনই সি আইএসএফে কর্মরত জওয়ান মারা যান করোনা আক্রান্ত হয়ে। কেন্দ্রীয় বাহিনীর ওই জওয়ান আরকে সোলেমান ফারাক্কায় ফায়ার বিভাগের সাব ইন্সপেক্টর হিসেবে কর্মরত ছিলেন। কোভিড ওযারিয়ার হিসেবে চিহ্নিত করে তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন সি আইএস এফের বিভিন্ন বিভাগের জওয়ানরা।
এখন পর্যন্ত কলকাতা পুলিশে ১১৮০ জন করোনায় আক্রান্ত হয়েছেন।