কলকাতা ব্যুরো: ফ্লোরেন্স নাইটিঙ্গলকে নিজের আদর্শ মনে করে দুস্থ-রুগীদের সেবায় জীবন উৎসর্গ করতে চাইলে, নার্সিংয়ের চাকরিই আপনার জন্য শ্রেষ্ঠ। সে ক্ষেত্রে কলকাতার একাধিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যেখান থেকে নার্সিং নিয়ে পড়াশোনা করা যেতে পারে। এখানে দেওয়া রইল এমনই কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের খোঁজ খবর।
১. আলিয়া ইউনিভার্সিটি- এখানে নার্সিংয়ে ৪ বছরের পূর্ণ সময়ের বিএসি ডিগ্রি কোর্স করানো হয়। চার বছরের খরচ প্রায় ১.১৭ লক্ষ টাকা।
২. গান্ধী ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি- এই প্রতিষ্ঠানে নার্সিংয়ে ৪ বছরেরে বিএসসি ডিগ্রি কোর্স করানো হয়। খরচ প্রায় ২.৮০ লক্ষ টাকা। এ ছাড়াও ৩ বছরের জেনারেল নার্সিং ও মিডওয়াইফারি কোর্সেরও সুবিধা রয়েছে। এই কোর্সের মোট খরচ পড়বে ২.৫৫ লক্ষ টাকা।
৩. ন্যাশনাল করেসপন্ডেন্স কলেজ- এখানে নার্সিংয়ে ৪ বছরের পূর্ণ সময়ের বিএসসি ডিগ্রি কোর্স করানো হয়। খরচ প্রায় ২.৮০ লক্ষ টাকা। এ ছাড়াও ৩ বছরের জেনারেল নার্সিং ও মিডওয়াইফারিতে স্নাতক স্তরের ডিপ্লোমা কোর্সেরও সুবিধা রয়েছে। এই কোর্সের মোট খরচ পড়বে ১.৫০ লক্ষ টাকা।
৪. ক্যালকাটা ইনস্টিটিউট অফ নার্সিং অ্যান্ড প্যারামেডিক্যাল সায়েন্স- এখানে নার্সিংয়ে ৪ বছরের বিএসসি ডিগ্রি করানো হয়। এর পর নার্সিংয়ে ২ বছরের পোস্ট বিএসসি-র সুবিধাও রয়েছে এখানে। এ ছাড়াও ৩ বছরের জেনারেল নার্সিং মিডওয়াইফারিও করানো হয় এখানে।
৫. চার্নক হেল্থকেয়ার ইনস্টিটিউট- নার্সিংয়ে ৪ বছরের বিএসসি ডিগ্রির পাশাপাশি এখানে ৪২ মাসের জেনারেল নার্সিং ও মিডওয়াইফারিতে ডিপ্লোমাও করানো হয়। সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি- এই শিক্ষা প্রতিষ্ঠানে নার্সিংয়ে বিএসসি ও ডিপ্লোমা কোর্স করানো হয়। এই দুটি কোর্সের মেয়াদ যথাক্রমে ৪ ও ৩ বছর।
৬. পিয়ারলেস কলেজ অফ নার্সিং- নার্সিংয়ে ৪ বছরের বিএসসি কোর্স করানো হয়। আবার ২ বছরের পোস্ট বেসিক নার্সিংয়েও বিএসসি কোর্স করানো হয় এখানে।
৭. কলেজ অফ নার্সিং, রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান- ২ বছরের পোস্ট বেসিক নার্সিংয়ে বিএসসি কোর্স করানো হয় এখানে।
৮. আইএএস অ্যাকাডেমি- নার্সিংয়ে ৪ বছরের বিএসসি কোর্সের পাশাপাশি এখানে জেনারেল ও অক্সিলিয়ারি নার্সিং ও মিডওয়াইফারি কোর্স করানো হয়। এই দুই কোর্সের মেয়াদ যথাক্রমে ৪২ ও ৩০ মাস।
৯. বিএম বিরলা কলেজ অফ নার্সিং- এখানে নার্সিংয়ে ২ বছরের এমএসসি করানো হয়।
এ ছাড়া, নেওটিয়া অ্যাকাডেমি অফ নার্সিং, রুবি জেনারেল হসপিটালের স্কুল অফ নার্সিং, ইএসআই হসপিটালের নার্সিং ট্রেনিং স্কুলে ৪২ মাসের জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কোর্স করানো হয়।