কলকাতা ব্যুরো: শহরের দূষণ কমানোর লক্ষ্যে আরো এক কদম এগুলো রাজ্য। ডিসেম্বরের মধ্যেই কলকাতায় নামতে চলেছে আরো ৫০ টি ইলেকট্রিক এসি বাস। বর্তমানে এই শহরে চলছে ৮০টি ই-বাস। বছর শেষের মধ্যে নতুনগুলিও রাস্তায় নামলে তার সংখ্যা বেড়ে দাঁড়াবে ১৩০ টি। পশ্চিমবঙ্গ পরিবহন নিগম সূত্রে জানা গিয়েছে, নিউ টাউন, বলাকা এবং সাপুরজি থেকে যাতায়াত করবে ওই নতুন বাসগুলি।