কলকাতা ব্যুরো: সংক্রমণ ২৭ লক্ষ পার আমাদের দেশে। মৃত্যু ৫১ হাজার ছাড়িয়েছে। দৈনিক সংক্রমণ ও মৃত্যুতে আজকেও বিশ্বে শীর্ষস্থানে ভারত।
কিন্তু মৃত্যুর হার উল্লেখযোগ্য ভাবে কমেছে। বেশ ভালো এখন সুস্থতার হার। আজ মৃত্যুহার ১.৯১। সুস্থতার হার ৭৩.১১। দৈনিক সংক্রমণ গত ২৪ ঘণ্টায় ৫৫,০৭৯। ফলে দেশে মোট আক্রান্ত এখনও পর্যন্ত ২৭,০২,৭৪২। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার বলি ৮৭৬ জন।
মঙ্গলবার পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫১,৭৯৭ জন। গত ২৪ ঘণ্টায় যত জন আক্রান্তের হদিস মিলেছে, সুস্থ হয়েছেন তার বেশি। একদিনে সুস্থ ৫৭,৯৩৭ জন। দেশে এর ফলে এখনও পর্যন্ত করোনা সংক্রমণ মুক্তের মোট সংখ্যা হল ১৯,৭৯,৭৭৯।
Previous Articleআজকের সোনা – রুপোর দর
Next Article কলকাতার পথে নামছে আরো ৫০ টি ই-বাস
Related Posts
Add A Comment