কলকাতা ব্যুরো: পারিবারিক অশান্তির জেরে দুই সন্তানকে বিষ খাইয়ে নিজেও বিষ খেলেন এক গৃহবধূ। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থানার নুচিপূর এলাকার ঘটনা। দ্রুত তিনজনকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের দ্রুত চেষ্টায় বেঁচে যায় আটমাসের সন্তান। কিন্তু দু’বছরের ছেলে ও মা মারা যান। মৃতা গৃহবধূর নাম কবিতা কুমারি ( ২৪) এবং মৃত শিশুপুত্রের নাম মুন্না কুমার ( ২)। যদিও পারিবারিক কোনও অশান্তি ছিলনা বলে দাবি করেছেন মৃতার স্বামী উমেশ্বর কুমার।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জ থানার লাগোয়া বিহার সীমান্ত এলাকার নুচিপুর গ্রামের বাসিন্দা উমেশ্বর কুমারের সাথে দীর্ঘদিন ধরে অশান্তি চলছিল তাঁর স্ত্রীর। অশান্তি চরমে উঠলে বুধবার রাতে আটমাসের শিশুকন্যা ও ২ বছরের পুত্রকে বিষ খাইয়ে নিজে আত্মহত্যা করেন কবিতা দেবী। আজ সকালে তাদের উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে ২ বছরের শিশুপুত্র ও গৃহবধূকে মৃত বলে ঘোষনা করেন চিকিৎসকেরা। আশ্চর্যজনকভাবে প্রানে বেঁচে যায় শিশুকন্যা। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।