কলকাতা ব্যুরো: আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং ও কালিম্পং জেলায় ভারী বৃষ্টি চলছে। মাঝে মসাঝে বৃষ্টি কমলেও ফের দাপিয়ে নামছে বৃষ্টি। পরের ২৪ ঘণ্টাতেও আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টি বহাল থাকবে। অন্যান্য জেলায় তখন মাঝারি বা হালকা বৃষ্টি চলবে। ফলে এ যাত্রায় দক্ষিণবঙ্গের সঙ্গেই ভারী বৃষ্টিতে ভাসতে পারে উত্তরও।