আজ প্রবল বর্ষণে মন্দারমনির বড়ো অংশে সমুদ্রের জল ঢুকে পড়েছে। মন্দারমনির হোটেল এবং রিসর্টগুলো এক কোমর জলের তলায় চলে গেছে। ওখানকার সাধারণ মানুষ জানিয়েছেন এই নিম্নচাপের ফলে সমুদ্র উত্তাল হয়ে উঠেছে। বড়ো বড়ো ঢেউ এসে আচড়ে পড়ছে । রাতের অবস্থা ভেবে সবাই চিন্তায় আছে।
Previous Articleমুড়িগঙ্গার বাঁধ ভেঙে গ্রামে জল
Next Article দূর্গার গাড়ি আপনার বাড়ি
Related Posts
Add A Comment