কলকাতা ব্যুরো: প্রবল বৃষ্টিতে জলের চাপে ভাঙলো হাতানিয়া-দোয়ানিয়া নদীর বাঁধ। শুক্রবার বেলার দিকে নদীর বাঁধ ভাঙায় বিপন্ন হয়ে পরেছে সাগরের কচুবেরিয়া জেটিঘাট। বাঁধ ভাঙার ফলে হু হু করে জল ঢুকছে মুড়িগঙ্গা গ্রামে। বহু বাড়ি জলমগ্ন হয়ে পরেছে। এই অবস্থায় প্রশাসনের ভরসায় না থেকে বৃষ্টি একটু থামতে গ্রামবাসীরা নিজেরাই নেমে পরেছেন বাঁধের মেরামতি করতে।
একদিকে মুড়িগঙ্গা আর এগিয়েই হাতানিয়া-দোয়ানিয়া নদী মিশেছে। তার একটু এগিয়ে সমুদ্র। গত কয়েকবছর ধরে সমুদ্রের কাছাকাছি হাতানিয়ায় ভাঙ্গন শুরু হয়। জোড়াতালি দিয়ে সেই ভাঙ্গন জোড়ার চেষ্টা হয় কয়েকবছর আগে। তারপর বছর বছর পরিকল্পনা হয়, ডাকা হয় টেন্ডার। কিন্তু বাঁধের আর হাল ফেরেনা।
আয়লা গিয়েছে। ফোনির ঝড় সামলে বুলবুল থেকে আম্পানের দুর্যোগ সয়ে এবার ভরা কোটালে ভাঙলো বাঁধ। বাসিন্দাদের ভয়, আর শ’খানেক মিটার নদী ভাঙলেই তলিয়ে যাবে কচুবেরিয়া জেটিঘাট। যার মাধ্যমে সাগরের সঙ্গে যোগাযোগ বহিরদুনিয়ার। ফলে এখনই যদি এই বাঁধ বাঁধা না হয় তার পরিণাম কী হবে তা ভেবেই এখন দুশ্চিন্তা বাসিন্দাদের।
তাই কয়েকদিনের টানা বৃষ্টি আজ দুপুরে একটু থামতে নিজেরাই কোদাল, ঝুড়ি নিয়ে বাসিন্দারা নেমে পরেছেন বাঁধ সারাতে। কারণ সরকার আর ঠিকাদার কবে কাজ করবে তার হিসেব নেই বাসিন্দাদের কাছে।