কলকাতা ব্যুরো: প্রধানমন্ত্রী কী স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে যাবেন? রাম মন্দির ট্রাস্টের প্রধান নিত্য গোপাল দাস করোনা আক্রান্ত হওয়ার পর এবার এই ইস্যুতে নরেন্দ্র মোদিকে খোঁচা দিলো শিবসেনা। শিবসেনার মুখপত্র ‘সামনা’-তে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে প্রশ্ন, এবার কী তিনি কোয়ারেন্টাইনে যাবেন? কারণ রাম মন্দির ট্রাস্টের প্রধান নিত্যগোপাল দাস করোনা পজিটিভ হয়েছেন এবং প্রধানমন্ত্রী তাঁর সংস্পর্শে এসেছিলেন। এ ব্যাপারে অবশ্য বিজেপি-র তরফে কেউ মুখ খোলেনি।
১৩ আগস্ট কোভিড পজিটিভ হন রাম মন্দির ট্রাস্টের প্রধান নিত্যগোপাল দাস। ভূমিপুজোর অনুষ্ঠানে তাঁর সঙ্গে মঞ্চ ভাগ শুধু নয়, একবার হাতও ধরেছিলেন প্রধানমন্ত্রী, দাবি শিবসেনার।
৫ আগস্ট রাম মন্দিরের ঐতিহাসিক ভূমিপুজোয় প্রধান অতিথি হিসেবে ছিলেন মোদি। দু’জনেই একই মঞ্চে ছিলেন। ফলে এবার সরাসরি প্রধানমন্ত্রীকে গাঁথার জন্য সেই ভূমি পুজোই ইস্যু শিবসেনার।
Previous Articleঘাসফুল ছেড়ে পদ্মে ফোটাদের সিকিউরিটির আবদারে অতিষ্ঠ সভাপতি
Next Article ভাসছে জয়সলমির, জয়পুরে বন্যা!
Related Posts
Add A Comment