কলকাতা ব্যুরো : ইনস্টাগ্রামে এক পোস্ট-এ ক্ষোভ উগড়ে দিলেন জিয়নকাঠি ধারাবাহিকের অভিনেত্রী মিসমী দাস। তিনি জানান, জানান তার ৯০ উত্তীর্ণ দাদু দিদার ওপর ক্রমাগত অত্যাচার হচ্ছে। জুতো , বেল্ট দিয়ে মারা হচ্ছে তাদের। এমন কি তার দাদুকে তুলে ছুঁড়ে ফেলা হয়েছে । তার দাদু ৯০ বছরের হরিদাস চক্রবর্তী এবং দিদা স্নেহপ্রভা চক্রবর্তীর ওপর অকথ্য অত্যাচার চালাচ্ছে বড়ো ছেলে, বৌমা এবং নাতি। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন তারা।
হরিদাস বাবু জানান, তিনি রেলের উচ্চপদস্থ অফিসার ছিলেন। মোটা টাকা পেনশন পান। তার বড়ো ছেলে কল্যাণ তার বাড়ি বিক্রি করে ফ্লাট করতে চান। হরিদাস বাবুর বক্তব্য, তিনি নতুন ফ্লাট বা তার সমান টাকা তার ছোটো ছেলে রঞ্জন এবং মিশমির মাকেও দিতে চান। এতেই রেগে প্রচন্ড মারধর করতে থাকে বড় ছেলে, তার বৌমা আর নাতি। দাদুর ওপর সবথেকে বেশি অত্যাচার চালিয়েছেন তার নাতি। দাদুর আক্ষেপ, ” যাকে কোলে পিঠে করে মানুষ করলাম তার এই রূপ। ভাবতে পারছি না।”
হাওড়া পুলিশ কমিশনারেট থেকে জানানো হয়, তারা অভিযোগ পেয়েছেন এবং ব্যাপারটি খতিয়ে দেখছেন।