কলকাতা ব্যুরো: সংক্রমণ বেলাগামই। দেশের গ্রাফ ঊর্ধ্বমুখী। আবার রেকর্ড। একদিনে ৬৪,৩৯৯ জন আক্রান্ত ভারতে। ফলে মোট আক্রান্ত একলাফে সাড়ে ২১ লক্ষ ডিঙিয়ে গেল। মোট আক্রান্ত এখন ২১,৫৩,৩১১। আরও ৮৬১ জনের মৃত্যু হল গত ২৪ ঘণ্টায়। ফলে দেশে রবিবার পর্যন্ত মৃত্যু হল মোট ৪৩,৩৭৯ জনের। একদিনে সুস্থ হলেন ৫৩,৮৭৯ জন। ফলে দেশে করোনা সংক্রমণ মুক্তের মোট সংখ্যা এখন ১৪,৮০,৮৮৫।
Previous Articleকরোনা চিকিৎসার হোটেলে আগুন, মৃত ৭
Next Article জুতো, বেল্ট দিয়ে বেধড়ক মার দাদু, দিদাকে
Related Posts
Add A Comment