কলকাতা ব্যুরো: কার্গিল বিজয় দিবসে আবৃত্তি করে বীর সেনাদের শ্রদ্ধা জানালেন রাজ্যের মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। নিজের ফেসবুক ওয়ালে সেই আবৃত্তি পোস্ট করে মনে করিয়ে দিলেন, শুধু কার্গিল নয়, সম্প্রতি গালওয়ান সেনাদের সীমান্ত প্রহরার কথাও। রাজীব তাঁর লেখার এক জায়গায় বলেছেন, ‘ওরা মরে তাই আমরা তো বাঁচি, ওরা নেই তাই আমরা তো আছি।’