চিন নয়, চেন্নাইয়ে অ্যাপল আইফোন-১১ র উৎপাদন
কলকাতা ব্যুরো : অ্যাপল কোম্পানি চিনের পরিবর্তে আইফোন-১১ র উৎপাদন শুরু করলো চেন্নাই এর ফক্সকন প্ল্যান্টে। এই প্রথম অ্যাপল তার কোনো টপ ফোন মডেল উৎপাদন শুরু করলো ভারত। বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল এই খবর তার টুইটার অ্যাকাউন্ট এ প্রকাশ করেন। তিনি এটিকে ভারতের আত্মনির্ভর হওয়ার বড় পদক্ষেপ বলেও উল্লেখ করেন । জানা যাচ্ছে, বেঙ্গালুরুর উইস্ট্রন প্ল্যান্টে, এ বছরই অ্যাপল আইফোন এসএই ২০২০ ( SE 2020) র উৎপাদন শুরু করবে। উল্লেখ্য, ফক্সকন ও পেগাট্রন কোম্পানিগুলি অ্যাপল ফোন অ্যাসেম্বল করে থাকে। ফক্সকন এর পক্ষ থেকে জানানো হয়েছে, কোম্পানি ভারতে ১ বিলিয়ন ডলার বিনিয়োগ করে নতুন নতুন উৎপাদন কেন্দ্র গড়ে তুলবে।