কলকাতা ব্যুরো: ২৬ এপ্রিল পশ্চিম বর্ধমানের নয়টি আসনে নির্বাচন। আর তার তিন দিন আগে আসানসোলের উত্তর বিধানসভার প্রার্থী মলয় ঘটক ও বারাবনি বিধানসভার প্রার্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে বারাবনির সেন রালে ফুটবল ময়দানে এক বিশাল জনসভা করলেন দলের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন তিনি সভার মঞ্চ থেকে সরাসরি এক হাত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এদিন তিনি অভিযোগ করেন, ভারতের সম্পত্তি সব কিছু বিক্রি করে দিচ্ছে মোদি ও শাহ। কয়লা খনি, রেল সহ সব কিছুই বিক্রি করতে চলেছে কেন্দ্র, তাই দেশকে বাঁচাতে হলে একটা ভোটও নয় বিজেপিকে।
কিছু দিন আগে আসানসোলে মোদী সভা করতে এসেছিলেন। কিন্তু সেই সভার মঞ্চে সকল গুণী ব্যাক্তির ছবি ছিলো কিন্তু ছিল না শুধুমাত্র কাজী নজরুল ইসলামের ছবি। সেই প্রসঙ্গ তুলে মমতার প্রশ্ন, কেনো সে মুসলিম বলে, তাই কি বাদ নাকি, নজরুল বাংলার কবি ও এই চুরুলিয়ার বাসিন্দা।তাই মনে রাখবেন, দেশের ইতিহাস বাঁচাতে হলে একটাও ভোট নয় বিজেপিকে, বার্তা মমতার।
তিনি বলেন, আসানসোলের মানুষকে সব কিছু দেওয়া হয়েছে। নতুন জেলা, আসানসোল দুর্গাপুর নতুন পুলিশ কমিশনারেট এবং নতুন বিশ্ববিদ্যালয় সহ আসানসোলের মানুষের সব থেকে বড় সমস্যার সমাধান করা হয়েছে পানীয় জল। যা কোটি কোটি টাকা ব্যয় করে করা হয়েছে, যার কাজ এখন পর্যন্ত চলছে।এবার মানুষের কাজ হলো পশ্চিম বর্ধমান থেকে বিজেপি নামক দলকে বিদায় দেওয়া। আসানসোল থেকে লোকসভা নির্বাচনে দু-বার জয় লাভ করেছে বিজেপি। কিন্তু কি তারা কোনো উন্নয়ন করেছে? এই আসানসোলের মধ্যে, তারা শুধু মাত্র একটা কাজ ভালো জানে সাম্প্রদায়িক রাজনীতি করা। তাই উন্নয়ন যখন আমরা করেছি তাই আসানসোলের মানুষ আমাদের প্রার্থীদের জয়লাভ করাবে, এটা আমার দৃঢ় বিশ্বাস।
২ মে এই অঞ্চলের বুকে সবুজ ঝড় উড়বে আর আসানসোল থেকে বিদায় নেবে বিজেপি, আশা মমতার।