কলকাতা ব্যুরো: তিনদিনের উত্তরবঙ্গ সফরে আজ তিন জেলার পর্যালোচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দার্জিলিং, কালিম্পঙ এবং কোচবিহার জেলার পর্যালোচনা করবেন তিনি। গতকাল পর্যালোচনা করেছেন জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার।
কোভিড পরবর্তী পরিস্থিতিতে উন্নয়নের কাজে কিভাবে গতি আনা যায় তারই পর্যালোচনা করছেন মুখ্যমন্ত্রী। সেই উদ্দেশ্যেই আট মাস বাদে জেলা সফর শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার সফর শুরু করেছেন উত্তরবঙ্গ দিয়ে। যেখানে গত লোকসভা ভোটে শোচনীয় ফল হয়েছে তৃণমূলের। গতকালের বৈঠকে সে বিষয়েও খানিক ক্ষোভ প্রকাশ পায় মুখ্যমন্ত্রীর কথায়। তিনি বলেন,গত কয়েক বছরে উত্তরবঙ্গে অনেক কাজ হয়েছে। কিন্তু দেখছি কাজ বেশি হলেই গুরুত্ব কমে। উন্নয়নের কাজ যারা করেনা, তার পরিবর্তে ডাণ্ডা ধরলেই দেখছি কদর বাড়ে। কোভিড পরবর্তী পরিস্থিতিতে উন্নয়নের কাজে গতি আনতেও নির্দেশ দেন তিনি। শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের কাজগুলিও দ্রুত শেষ করার নির্দেশ দেন মমতা।
এছাড়াও বিষয়ে করে কাস্ট সার্টিফিকেট দেওয়ার কাজে গতি আনতে এবং রেশন সংক্রান্ত অভিযোগগুলির দ্রুত নিষ্পত্তি করতেও নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। সতর্ক করেন, উত্তরবঙ্গের কয়েকটি নদীতে জলস্তর বাড়া নিয়েও।