কলকাতা ব্যুরো: গত ২৪ ঘন্টায় মহারাষ্ট্রে ৩৫১ জন পুলিশ কর্মী করোনা আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৩ জনের। এখনো পর্যন্ত ওই রাজ্যে করোনা আক্রান্ত পুলিশ কর্মীর সংখ্যা দাঁড়ালো ১৪ হাজার ৬৭ জন। যাদের মধ্যে এখনো ২ হাজার ৫৬৯ জন চিকিৎসাধীন।। সুস্থ হয়েছেন ১১ হাজার ৩৫৬ জন।
তবে এযাবৎ মহারাষ্ট্রে করোনায় ১৪২ জন পুলিশ কর্মীর মৃত্যু হয়েছে বলে মহারাষ্ট্র পুলিশ সূত্রে জানা গিয়েছে।