কলকাতা ব্যুরো: বৃহস্পতি এবং শুক্রবার রাজ্যে পূর্ণ লক ডাউন। শনি ও রবিবার সরকারি অফিস এমনিতেই বন্ধ। একই ব্যবস্থা ব্যাঙ্কের ক্ষেত্রেও। এরওপর জারি হয়েছে আগামী ক’দিনে ভারী বৃষ্টির পূর্বাভাস। সে কারণেই এদিন ব্যাঙ্কগুলোতে মানুষের ছিল লম্বা লাইন। অন্তত দিন দুয়েকের বাজার ও সেরে রেখেছেন মানুষ।
এছ জেলার যে সমস্ত মানুষ কলকাতায় থেকে কাজ করেন, বিকেল থেকেই তাদের ছিল বাড়ি ফেরার তাড়া। বাসস্ট্যান্ড গুলোতেও দেখা যায় বেশ ভিড়। বিশেষত জেলাগামী বাসগুলো ধরার জন্য ভিড় ছিল যথেষ্টই।